শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লোকসভার সর্বকনিষ্ঠ সদস্য হেনা গাবিত

ভারতের এবারের লোকসভার সর্বকনিষ্ঠ সদস্য সম্ভবত হেনা গাবিত। ২৬ বছর বয়সী এই সাংসদ মহারাষ্ট্রের নানদুরবার আসনে স্বাধীনতার পর কখনো পরাজিত না হওয়া কংগ্রেস প্রার্থীকে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।

চিকিত্সাবিজ্ঞানে স্নাতক হেনা গাবিত মাত্র এমডি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘নরেন্দ্র মোদিজি যেদিন পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন, সেদিন ছিল আমার পরীক্ষার শেষ দিন। আমি খুব ক্লান্ত ছিলাম এবং টিভি দেখছিলাম।’ 

নির্বাচনের অল্প কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন হেনা। মহারাষ্ট্রের ওই আসনে কংগ্রেস থেকে নির্বাচিত আটবারের সাংসদ মানিকরাও গাবিতের বিরুদ্ধে লড়াই করার টিকিট নেন।

এই চিকিত্সক বলেন, ‘আমি যখন ইউপিএসসিতে পড়ি, তখন একজন কর্মকর্তা আমাকে বলেছিলেন, “তুমি কেন অন্যকে অনুসরণ করো, যখন তুমিই নেতৃত্ব দিতে পার? পার্লামেন্ট হচ্ছে এমন স্থান, যেখানে সব সিদ্ধান্ত নেওয়া হয়।” আর আজ আমি এরই অংশ হতে যাচ্ছি। আমি খুবই অভিভূত।’

হেনার রাজনীতিতে যোগদানের কারণে তাঁর বাবাকে অনেক বড় মূল্য পরিশোধ করতে হয়েছে। তাঁর বাবা বিজয়কুমার গাবিত জাতীয় কংগ্রেস পার্টি থেকে মহারাষ্ট্রের মন্ত্রী ছিলেন। কিন্তু হেনা বিরোধী দলে যোগ দেওয়ায় বিজয়কুমারকে মন্ত্রিত্ব হারাতে হয়। তবে বাবা-মেয়ের পথ আলাদা হলেও পরিবারের পুরো সমর্থন রয়েছে হেনার প্রতি।

মহারাষ্ট্রের পিছিয়ে পড়া আদিবাসী-অধ্যুষিত জেলাগুলোর উন্নয়নে চিকিত্সাসেবা ও রাজনৈতিক উচ্চাশাকে একসঙ্গে নিয়ে কাজ করার ব্যাপারে আশাবাদী হেনা।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা