শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ দেখা যাবে না বাংলাদেশে!

a3ক্রীড়া প্রতিবেদক: আর মাত্র ১৮ দিন বাকি। এরপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপের উন্মাদনা। বিশ্বকাপ বাংলাদেশ কবে খেলবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু উন্মাদনা বা উত্তেজনা কোনো দেশের চেয়ে কম নয়। এখনই রাজধানীসহ অন্যান্য জেলাতে চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া বিভিন্ন দেশের পতাকা উড়ছে। জার্সি কেনার হিড়িকও পড়ে গেছে। দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী প্রস্তুতি নিতে শুরু করেছেন রাত জেগে খেলা দেখার। অথচ বিশ্বকাপ বাংলাদেশে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফিফা বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ভারতীয় স্যাটেলাইট চ্যানেল সনি টেলিভিশন। ফিফার হয়ে তারাই বাংলাদেশসহ এ অঞ্চলে বিভিন্ন টিভির কাছে স্বত্ব বিক্রয় করছে। সে অনুযায়ী বাংলাদেশের কিছু বিজ্ঞাপনী সংস্থা গাজী টেলিভিশনের সঙ্গে একটি কনসোর্টিয়াম গঠন করে সেভেন থ্রি স্পোর্টেসের কাছে সম্প্রচারে স্বত্ব পাওয়ার আবেদন জানান। মাধ্যম হিসেবে এক্ষেত্রে দায়িত্ব পালন করে টোটাল স্পোর্টস মার্কেটিং। এ আবেদন গৃহীত হওয়ায় গত ২৫ মার্চ ১ মিলিয়ন ৪১ লাখ ডলার (বাংলাদেশি- মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা), বিনিময়ে সেভেন থ্রি স্পোর্টস ও টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের মধ্যে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারে চুক্তি স্বাক্ষর হয়। জানা গেছে, প্রাথমিক চুক্তির পরই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে অর্ধেক টাকা সেভেন থ্রি স্পোর্টসের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অর্থপ্রাপ্তির কথা স্বীকার করে সেভেন থ্রি স্পোর্টস বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের অনুমতি দেয়।

অর্থ পেয়েছে। সম্প্রচারে অনুমতিও দিয়েছে। অথচ গত মাসের মাঝামাঝি সময়ে সেভেন থ্রি স্পোর্টস সম্প্রচার বাবদ আরও বেশি অর্থ দাবি করে। যেখানে চুক্তি হয়েছে, সেখানে আবার অর্থ বাড়ানোর প্রসঙ্গ উঠবে কেন? স্বাভাবিকভাবে তাই টোটাট স্পোর্টস মার্কেটিং ও গাজী টিভি তা দিতে অস্বীকৃতি জানায়। জানা গেছে, সমস্যার তৈরির পেছনে নাকি দেশের আর কটি টিভি সেভেন থ্রি স্পোর্টসকে ইন্ধন যুগিয়েছে। তারা নাকি বলেছে তাদের সঙ্গে নতুন চুক্তি করা হলে অর্থের পরিমাণ বাড়িয়ে দেবে। বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ সম্প্রচার নিয়ে গাজী টিভির সঙ্গে আরও কটি টিভির সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়। আর সে দ্বন্দ্ব নাকি বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে এসে ঠেকেছে। জানা গেছে, ২০ মে চুক্তি শর্ত ভঙ্গের অভিযোগে সেভেন থ্রি স্পোর্টসের বিরুদ্ধে আদালতে যায় গাজী টেলিভিশন। শুনানি শেষে আদালত বাংলাদেশ বিশ্বকাপ সম্প্রচারের ওপর ২৫ দিনের স্থগিতাদেশ দেন। ১২ জুন রাত ২টায় ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। আর স্থগিতাদেশ শেষ হবে ১৩ কিংবা ১৪ জুনে। এরপরও বাংলাদেশের দর্শকরা টিভিতে বিশ্বকাপের বাকি ম্যাচ দেখতে পারবে কিনা তাও নিশ্চিত নয়। কেননা মামলা পুরোপুরি নিষ্পত্তি হতে কতদিন লাগবে সেটাও দেখবার বিষয়।

এ জাতীয় আরও খবর