মোদীর শপথে দাওয়াত পেলেন অমিতাভ,সালমান
ভারতের ভাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন বলিউড শাহানশাহ অমিতাভ বচ্চন এবং সুপার হিরো সালমান খান। আরও আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণী সুপার হিরো রজনীকান্ত এবং সঙ্গীত তারকা লতা মঙ্গেশকারকে।
২৬ মে দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ওই শপথগ্রহণ অনুষ্ঠানে আড়াই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তার ক্যাবিনেটের বেশ কয়েকজন সদস্যও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মোদির মা হিরাবেন এবং তার তিনভাইও।
আমন্ত্রিতদের অর্ধেক বাছাই করেছে বিজেপি। বাকি অর্ধেক আমন্ত্রিতদের নিমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এছাড়া এই প্রথমবারের মত সার্কভুক্ত রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে।
ভারতের ষোলতম লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) জোট ৩৩৬ আসনে জয়লাভ করে। বিজেপি একাই পায় ২৮২টি আসন।