বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণের আশঙ্কা খালেদার

khaledaডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘১৯৭৫ সালে জাতীয় রক্ষিবাহিনীর মতো র‌্যাব বিলুপ্তি এখন সময়ের দাবি। র‌্যাব কলঙ্কিত হওয়ার কারণে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণের আশঙ্কা রয়েছে। আর এসবের জন্য সরকার দায়ী।’

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে গুম, খুন হওয়া স্বজনদের সঙ্গে নিয়ে এ কথা বলেন বিএনপি চেয়ারপারসন। প্রায় ২০ মিনিট খালেদা জিয়া বক্তব্য রাখেন।
খালেদা জিয়া অভিযোগ করেছেন, ‘সরকার তরুণ প্রজন্মকে নির্মূলের প্রচেষ্টায় রয়েছে। যে কোনো মুহূর্তে যে কেউ গুম খুন অপহরণ হচ্ছে। খালে, বিলে, নদী-নালায় যেখানে সেখানে লাশ পাওয়া যাচ্ছে।’
তিনি বলেন, ‘ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে পুড়িয়ে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার সঙ্গে আওয়ামী লীগের লোক জড়িত বলে তার স্বজনরা অভিযোগ করেছে।’
গুম, খুনের সঙ্গে র‌্যাবের সংশ্লিষ্টতা রয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘কোথাও আজ নিরাপত্তা নেই। র‌্যাবের সদস্যরা উশৃঙ্খল ও বেপরোয়া হয়ে গেছে। রাজনৈতিক কাজে র‌্যাবকে ব্যবহার করার ফলেই এই অবস্থা।’
তিনি বলেন, ‘আমাদের সরকারের সময়ে জঙ্গি এবং অপরাধ দমনে এই অ্যালিট ফোর্স গঠন করা হয়েছে। র‌্যাব এখন জনগণের কাছে মূর্তিমান আতঙ্ক। তাই র‌্যাব বিলুপ্তির কথা বলেছি। র‌্যাব এখন বিপদজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’
নাগরিকদের নিরাপত্তা ও প্রাণ রক্ষায় খালেদা জিয়া বলেন, ‘সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করতে হবে। গুম, খুনের ঘটনা তদন্তের জন্য সাবেক প্রধান বিচারপতি, বিজ্ঞ আইনজীবী এবং গণমাধ্যম ব্যক্তিত্ব, মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি