566৬ থেকে ৮ বছরের মধ্যে কিছু বেসিক জিনিস বাচ্চাকে শেখানো জরুরি পড়ালেখা বা অন্যান্য সাংস্কৃতিক জিনিস বাদেও। কোন বাবা-মাই হয়তো চান না তার সন্তান একেবারে ননীর পুতুল হয়ে বড় হোক, কিংবা একেবারে আঁতেল হয়ে বইয়ের মধ্যে ডুবে থাকুক। মনে রাখবেন তাকে একদিন আপনার জায়গা নিতেই হবে।

  • ফলমূল কিনে আনার পর কীভাবে ফরমালিন দূর করা যায় শিখিয়ে দিন কয়েকদিন এবং এর গুরুত্ব বুঝিয়ে দিন। এরপর বাজার করে আনার পর দেখবেন সে নিজ উৎসাহে ফরমালিন দূর করছে।
  • ঘর মোছা বাচ্চাদের কাছে খেলার মত। তবে একা একা নয়। শিশুরা বাবা-মার যা করে তাতে যোগ দিতে ভালবাসে।
  • বাজারে সাথে নিয়ে যান এবং তাকেও ছোট্ট একটি ব্যাগ ধরিয়ে দিন। কিছু কিছু জিনিস ভাল-মন্দ বোঝানো শেখান এবং সেগুলো প্রায়ই তাকেই কেনার দায়িত্ব দিন। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন সে কত দ্রুত শিখে ফেলছে! জীবনের খুব বেসিক শিক্ষাগুলোর একটি এটা।
  • বাগান বা টবে গাছ লাগানোর সুযোগ থাকলে তাকে নিয়ে গাছপালা লাগান। কিছুদিন পর দেখবেন সে আপনার চেয়ে এক্সপার্ট হয়ে গেছে। নিয়মিত পানি দেওয়া শেখাতে পারেন।
  • রাতে ঘুমানোর আগে বিছানার একদিক আপনি একদিন তাকে গুছাতে দিন। সে নাগাল পেলে মশারির একটা কোণা তাকেই লাগাতে বলুন।
  • মাঝে মধ্যে তাকে রান্নার কাজে সাহায্য করতে সাথে নিন। রান্নার অনেক কিছুতেই বাচ্চারা খুবই মজা পায়। আর যেই জিনিসটির রান্নায় সে সাহায্য করতে পারে, সেটা খেতে তার আগ্রহ ও বেশি থাকে। ৭ বছরের বাচ্চাকে ২ দিন দেখালে সে ডিম ফেটে গুলিয়ে দিতে পারে। আর রুটি বেলাতেও অনেক আনন্দ পায়। কেক বানানোর সময় মিক্সিং শেখাতে পারেন।
  • ওরস্যালাইন প্যাকেটসহ এবং ছাড়া দুইভাবেই বানানো শেখান। ঘরে কারো পেটে সমস্যা হলে, তার সাহায্য চান। এতে বাচ্চারা এসব জিনিস সেখার গুরুত্ব বুঝতে পারে, এবং নিজেকেও গুরুত্বপূর্ণ ব্যাক্তি হিসেবে চিন্তা করা শুরু করে।
  • বিভিন্ন ধরনের শরবত বানানো শেখান।
  • জুতা পরিস্কার করা এবং রঙ করা শেখান। প্রায়ই দেখবেন নিজ ইচ্ছায় সে নিজের জুতো তো করছেই আপনার গুলোও করে দেবে!
  • তার নিজের ২/১টা কাপড় নিজেকেই পানি দিয়ে ধুতে দিন। তবে কাপড় কাচার সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করতে দেবেন না, বাচ্চাদের ত্বক অনেক নরম। এছাড়া নিজের কাপড় গোছানো শিখাতে পারেন!

ভাবছেন এত কিছু? এ সব গুলো কাজের লিস্ট নেওয়া হয়েছে আমাদের সিইও'র বাচ্চার কাছ থেকে। তার বয়স এখন সাত। তাকে এ সব কিছুই তার বাবা, মা, দাদি, এবং দুই ফুপি শিখিয়েছে।

মনে রাখবেন এগুলো কিন্তু তার প্রতিদিনের দায়িত্ব নয়। এগুলো খেলার ছলে জীবনে কিছু গুরুত্বপূর্ণ কাজ শেখা এবং নিজেকে পরিবারের ননীর পুতুল থেকে দায়িত্ববান মানুষ হয়ে বের হয়ে আসার সুন্দর পথ-মাত্র।