বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জীবনের ১৪টি শিক্ষা, যা অনেকে অস্বাভাবিক বলে মনে করতে পারেন

জীবনের কিছু শিক্ষা আছে, যা আপনাকে অন্যরা বলে দেবে না। এসব শিক্ষা অধিকাংশ সময় নিজেই শিখে নিতে হয়। এছাড়া এসব কিছু শিক্ষা অনেকের কাছে অস্বাভাবিক বা প্রচলিত ধারণার বাইরের বলেও মনে হতে পারে।
সম্প্রতি পাঠকের প্রতি এ ধরনের কিছু শিক্ষা বিষয়ে মতামত আহ্বান করে কুয়োরা ডট কম। এ মতামতগুলোই এক প্রতিবেদনে তুলে ধরেছে বিজনেস ইনসাইডার।
১. আপনি যদি কারো কোনো অভ্যাস বা চারিত্রিক বৈশিষ্ট্য অপছন্দ করেন কিংবা তার প্রতি ক্রমাগত সমালোচনা করেন তাহলে আপনি নিজেকে সেই পথেই নিয়ে যাচ্ছেন
মনস্তাত্ত্বিক সিগমন্ড ফ্রয়েড একে ‘প্রজেকশন’ বলে অভিহিত করেছেন। অন্যদের বৈশিষ্ট্য বা প্রবণতাকে নিজের সঙ্গে মিলিয়ে সমালোচনা করেন অনেকে।
২. আপনার আচরণ প্রভাবিত হয় পরিবেশ দ্বারা, ইচ্ছাশক্তি দ্বারা নয়
কোনো একটি পরিস্থিতিতেই মানুষ তার আচরণগুলো অর্জন করে। পরিস্থিতির ভিত্তিতেই আপনি ভালো কিংবা খারাপ আচরণ রপ্ত করবেন।
৩. আপনি যদি কোনো বিষয়ে অনুভূতিসম্পন্ন হন তাহলে তা পেরিয়ে যেতে পারবেন
আপনি যদি কোনো অনাকাঙ্ক্ষিত অনুভূতি থেকে পালাতে চান, তাহলে সে সম্বন্ধে কিছু শিখতে পারেন। এতে আপনার সে বিষয়টি সম্বন্ধে অনেককিছু জানা হয়ে যায়।
৪. আগ্রহউদ্দীপক বিষয় থেকে আগ্রহ তৈরি হয়
খুব আগ্রহী ও কৌশলী ব্যক্তি অন্যদের আগ্রহ তৈরি করে। তারা অন্যের কাছে ইতিহাস তৈরি করে।
৫. অর্থ সুখ কিনতে পারে
রাতের বিষয়টি যদি ধরেন, কিছু অর্থ ব্যয় করে আপনি একটি সুন্দর বিছানা কিনতে পারেন, যা আপনাকে ভালোভাবে ঘুমাতে সাহায্য করবে। এতে দিনে আপনি বেশি এনার্জি পাবেন। আর এটি আপনার দিনের কাজে সহায়তা করবে ও সুখ বাড়িয়ে তুলবে।
৬. গণ্ডগোল হতে পারে উপকারী
উৎপাদনশীল বিষয়ে মতবিরোধ সফল কোনো টিম তৈরি করতে পারে।
৭. আপনার দুর্বলতা প্রকাশ করুন
আপনার দুর্বলতাগুলো যদি প্রকাশ করে দেন তাহলে সেগুলো ব্যবহার করে অন্যদের পক্ষে আপনাকে আক্রমণ করা কঠিন। এ ছাড়াও এতে আপনার সততা ও বিশ্বাস প্রকাশ করে।
৮. আলস্য কোনো নেতার গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে
কাজ পাগল ও কঠোর পরিশ্রমী ব্যক্তিদের পক্ষে অন্যদের যত্ন নেওয়া সম্ভব হয় না। কিন্তু যারা অলস ও হাতে প্রচুর সময় আছে, তাদের পক্ষে হাসিমুখে অন্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা সম্ভব হয়।
৯. সবকিছু বুদ্ধিমত্তার বিষয় নয়
আইকিউ ছাড়াও বহু বিষয় আছে, যা সফল ব্যক্তিদের সফলতা এনে দেয়। সফলদের থাকে সাহস ও সহিষ্ণুতা এবং সচেতনতা।
১০. মৃত্যুচিন্তা আপনার জন্য ভালো হতে পারে
মৃত্যুর পর কী হবে, এ চিন্তা জীবন বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে আপনাকে। এর ফলে অনুসন্ধান ও আনন্দের মাঝে পার্থক্য অনুসন্ধানে আপনি আগ্রহী হবেন।
১১. কীভাবে আমরা সুখী হবো, এ অনুমানে আমরা আনাড়ি
উদাহরণস্বরূপ, অনেক বেশি অংকের বেতনও আপনাকে দীর্ঘমেয়াদে সুখী করতে পারবে না।
১২. ঝুঁকিপূর্ণ অবস্থা ভালো বিষয় হতে পারে
ঝুঁকিপূর্ণ অবস্থা দুর্বলতা নাও হতে পারে। এটি আনতে পারে সৃজনশীলতা ও সফল সম্পর্কের চাবিকাঠি।
১৩. ভালো কোনো সুযোগ আসতে পারে অল্প পরিচিতদের কাছ থেকেও
সামাজিক বিজ্ঞান থেকে দেখা যায়, চাকরির সুযোগ ও স্বপ্ন সফল করার মতো বিষয় আসতে পারে আপনার যোগাযোগ নেটওয়ার্কের দূরবর্তী মানুষদের কাছ থেকে।
১৪. রাগ প্রকাশ আপনাকে শুধু রাগী মানুষ হিসেবেই প্রতিষ্ঠিত করবে
মনের রাগ প্রকাশ করা হলে তা আপনার রাগকে কমাবে না, বরং একজন রাগী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে।

এ জাতীয় আরও খবর