বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া শহরের অধিকাংশ সড়ক গর্তে ও খানাখন্দে ভরা

brocken roadডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া শহরের অধিকাংশ সড়ক গর্তে ভরা৷ অনেক সড়কের পিচ থেকে ইট পর্যন্ত উঠে গেছে। এসব সড়ক দিয়ে রিকশা বা অন্য যানবাহন চলা তো দূরের কথা, পায়ে হাঁটাও কষ্টকর।

পৌরসভার আওতাধীন সড়কের মধ্যে রয়েছে কালীবাড়ি মোড় থেকে শিমরাইলকান্দি; কালীবাড়ি মোড় থেকে পৈরতলা (গোকর্ণ সড়ক); জেলা পরিষদ বিপণিবিতান থেকে স্টেশন রোড; কাজীপাড়া পিটিআই থেকে পুনিয়াউট; পশ্চিম পাইকপাড়া থেকে মেড্ডা, মেড্ডা সবুজবাগ, হালদারপাড়া; ডাকবাংলো মোড় থেকে পুনিয়াউট, খালপাড় সড়ক, জগতবাজার সড়ক, সড়কবাজার, ছাতিপট্টি, ডা. ফরিদুল হুদা সড়ক (এমএস আলী সড়ক); জেল রোড থেকে পীরবাড়ী এবং মুন্সেফপাড়া-ফুলবাড়িয়া সড়ক৷


সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুন্সেফপাড়া থেকে ফুলবাড়িয়া পর্যন্ত সড়কটির অবস্থা সবচেয়ে খারাপ। হোসেন মিয়া নামের এক বাসিন্দা জানান, এক বছর আগে এই রাস্তাটি সংস্কার করা হয়েছিল৷ কিন্তু ১৫ দিন যেতে না যেতেই রাস্তার প্রায় পুরোটাতেই কার্পেটিং ও ইট উঠে গেছে। সড়কটি দিয়ে রিকশা বা অটোরিকশা যেতে চায় না।

স্কুলশিক্ষিক মো. হাফিজ বলেন, সড়কের যে অবস্থা তাতে বয়স্ক ব্যক্তি বা রোগী নিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ।

এ ছাড়া খালপাড়, সড়কবাজার, জগতবাজার ও ডা. ফরিদুল হুদা সড়ক, জেল রোড থেকে পীরবাড়ি, মেড্ডা সবুজবাগ, পশ্চিম পাইকপাড়া সড়কেরও পিচ, কার্পেটিং উঠে খোয়া বের হয়ে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় পানি জমে এসব সড়কের গর্ত মরণফাঁদে পরিণত হয়।

স্থানীয় কয়েক ব্যক্তি জানান, প্রতিদিনই হাজার হাজার লোক এসব সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়কগুলোর বেহাল দশার কারণে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।


সড়কগুলোর অবস্থা বেহাল হওয়ার কথা স্বীকার করে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন খন্দকার জানান, সামনে ইউএনডিপির (জাতিসংঘের উন্নয়ন কর্মর্সূচি) কিছু প্রকল্প আসছে। শিগগিরই এসব সড়ক মেরামতের কাজের দরপত্র হয়ে যাবে। দরপত্র হয়ে গেলে মুন্সেফপাড়া-ফুলবাড়িয়া সড়কের কাজ আগে ধরা হবে। পৌরসভার মেয়র হেলাল উদ্দিন বলেন, শিগগিরই সড়কগুলোর সংস্কারকাজে হাত দেওয়া হবে।

কালীবাড়ি মোড় থেকে পৈরতলা পর্যন্ত গোকর্ণ সড়কটিই শুধু জেলা পরিষদের আওতাধীন। তবে এই সড়ক সংস্কার নিয়ে পৌরসভা ও জেলা পরিষদের মধ্যে চলছে রশি টানাটানি। এরই মধ্যে সড়কটির অবস্থা আরও খারাপ হয়ে গেছে৷

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ওই সড়কটির প্রায় পুরোটাতেই কার্পেটিং ও ইট উঠে গেছে। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, এই সড়ক দিয়ে পুনিয়াউট, উত্তর মোড়াইল, কাজীপাড়া, স্টেশন রোড, সরকারপাড়া, পৈরতলা, ছয়বাড়িয়া, গোকর্ণঘাট, কালীসীমা, বড়াইলসহ প্রায় ১৫টি গ্রামের মানুষ চলাচল করে


রিকশাচালক আলম মিয়া (৩৫) বলেন, ‘এই সড়ক দিয়ে চলার সময় খুব সতর্ক থাহি৷ কহন যে রিকশা গর্তে পড়ে। কত সতর্ক থাকা যায়। সারা সড়কই ভাঙা আর গর্তে ভরা।’

জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমদাদুল বারী বলেন, এই সড়ক মেরামত করতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ মাসের মধ্যেই দরপত্র হয়ে যাবে বলে আশা করছি।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি