প্রযুক্তি বিষয়ক বেশ কিছু পেটেন্ট নিয়ে অ্যাপল ও গুগল পারস্পরিক মামলায় জড়িয়ে পড়েছিল। সম্প্রতি পেটেন্ট বিষয়ে এই দুটি প্রতিষ্ঠান সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছে।
এক যৌথ বিবৃতিতে অ্যাপল ও গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বন্দ্বে না জড়িয়ে এখন থেকে দুটি প্রতিষ্ঠান পেটেন্ট বিষয়ে যৌথভাবে কাজ করবে। এ বিষয়ে একটি চুক্তিও করেছে প্রতিষ্ঠান দুটি। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
পেটেন্ট দ্বন্দ্ব মিটিয়ে ফেলার উদ্যোগ নিলেও পেটেন্ট বিনিময় বা পারস্পরিক পেটেন্ট ব্যবহার সংক্রান্ত কোনো বিষয়ে একমত হয়নি প্রতিষ্ঠান দুটি।
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংকে অ্যাপলের দুটি পেটেন্ট ভঙ্গের কারণে ১১ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার জরিমানা করেন। স্যামসাংয়ের মোবাইল ফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহূত হয়। একই আদালত স্যামসাংয়ের পেটেন্ট ভঙ্গের অভিযোগে অ্যাপলকেও এক লাখ ৫৮ হাজার ডলার জরিমানা করেন।
বর্তমানে বাজারে যত নতুন ফোন বিক্রি হচ্ছে তার ৮০ শতাংশই অ্যান্ড্রয়েড চালিত।