সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সর্বত্রই আলোচনা কে হচ্ছেন বিজয়নগরের প্রথম অভিভাবক

upazila electionসোলাইমান হোসেন জুয়েল : ১৯ মে ব্রাহ্মণবাড়িয়ার নবগঠিত বিজয়নগর উপজেলা পরিষদেও প্রথম নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রচারণার শেষ পর্যায়ে প্রার্থীদের চলচে ভোটারদের বাড়ি বাড়ি যে প্রচারণা, অন্যদিকে পুরো উপজেলায় পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে এবং বাজার, চায়ের দোকান সহ সর্বত্রই একই আলোচনা,কে হচ্ছেন বিজয়নগর উপজেলার প্রথম চেয়াম্যান। 

প্রতীক বরাদ্ধেও পর থেকেই প্রার্থীরা মাঠে সুসংগঠিত আওয়ামীলীগ সুবিধা জনক অবস্থানে। দলে কোন বিদ্রোহী প্রার্থী নাই অন্য দিকে দ্বিধাদন্দে বি এন পি। জেলা কমিঠির মনোনীত প্রার্থী এড. শফিকুল হক লিটন হলেও  আলোচনায় বি এন পির বিদ্রোহী প্রার্থী প্রোকৌশলী রফিকুল ইসলাম।  যদিও জেলা বি এন পি এড. লিটনের ( টেলিফোন) পক্ষে কিন্তু মাঠ পর্যায়ের নেতা কর্মীরা প্রাকৌশলী রফিকুল ইসলামের ( কাপ পিরিছ ) পক্ষে কাছ করছে। অন্য দিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. তানভীর ভূইয়ার (দোয়াত কলম) এর পক্ষে জনাব উবায়দুল মোক্তাদির চৌধুরী এম.পি সহ জেলা আওয়ামীলীগের নেতা কমীরা কাছ করছে। 

প্রার্থী ০৬ জনের মধ্যে ০৩ জন হচ্ছেন উপজেলা জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক ইমদাদুল হক( চিংড়িমাছ) নির্দলীয় প্রার্থী আব্দুস সাত্তার( আনারস) সাংবাদিক সাহিদ সিরাজী। ভাইস চেয়ারম্যান পদে ০৮জন হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত বাবুল আক্তার ( বই) বি.এন.পি সমর্থিত মোখলেছুর রহমান লিটন( টিউব য়েল) সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী ( মাইক) জাতীয় পার্টির জাকারিয়া আহাম্মেদ ( টিয়াপাখি)  জামায়াত সমর্থিত ডা: আলী নেওয়াজ ( তালা), নির্দলীয় জহিরুল ইসলাম ( উরোজাহাজ), সজরুল হক সুজন (চশমা), রেদুয়ানুল বারী সিরাজী ( বাল্ব) ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ফয়জুন্নেহার টুনি (রাজ হাঁস), বি.এন.পি মনোনীত মরিয়ম বেগম ( কলস) , আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সেলীনা আক্তার (ফুটবল)

উপজেলা নির্বাচন একদিকে আওয়ামীলীগের পোষ্টার ইস্যু হিসেবে জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া আওয়ামীলীগ। অন্যদিকে জয় নিয়ে উজ্জীবিত হয়ে ঘুরে দাড়াবার প্রচেষ্টায় বি.এন.পি। 
বিচারক যখন জনগন জল্পনা,  কল্পনাও সাধারণ জনগনেরই। এবার নতুন ভোটাররা বেশি উৎসাহিত। তারা চাচ্ছে সৎ ও দক্ষ লোকই হোক বিজয়নগর উপজেলার প্রথম অভিভাবক।