সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আশুগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

Mar-3প্রতিনিধি: আশুগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের মঙ্গল মিয়ার মেয়ে বৃষ্টি আক্তার (৩) অপর শিশুটি আব্দুর রহমানে নাতি পার্শবর্তী উপজেলার নবীনগরের থানা কান্দি গ্রামের রাকিব(৫)।প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার টুঙ্গীপাড়া গ্রামে নানার  বাড়িতে বেড়াতে এসে রাকিব তার আরেক নানা মঙ্গল মিয়া মেয়ে বৃষ্টির সঙ্গে পুকুরের পাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা দুজনেই পুকুরে পড়ে যায়। পানিতে ডুবে যায়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দু’শিশুর মৃত্যু নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর