রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক এমবি মানিক নিহত।

 

 

 

mb_manik_bg_524934258

চলচ্চিত্র পরিচালক এমবি মানিক যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। নিউইয়র্কের একটি তেলের পাম্পে একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা চায়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে  সন্ত্রাসীরা তাকে গুলি করে।

মানিকের প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্রের একটি সূত্র সন্ত্রাসী হামলায় তার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
জানা যায়, গত বছরের ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এমবি মানিক। সেখানে তিনি চলচ্চিত্র প্রযোজক বাবুলের তেলের পাম্প কাম সুপারশপ-এ চাকরি করতেন। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টায় একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা চাইতে আসে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।
অভি কথাচিত্রের ম্যানেজার স্বপন বাবু বাংলানিউজকে বলেন, বিস্তারিত কিছু এখনো জানতে পারি নি। আমরা তার মরদেহ দেশে নিয়ে আসার জন্য যোগাযোগের চেষ্টা করছি ।
এমবি মানিক নব্বই দশকে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। ‘দুর্ধর্ষ’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এরপর পরিচালনা করেছেন ‘কঠিন প্রেম’, ‘এক টাকার দেনমোহর’, ‘জান আমার জান’, ‘জান কোরবান’, ‘বলো না তুমি আমার’, ‘প্রেম কয়েদী’ প্রভৃতি। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘দুর্ধর্ষ প্রেমিক’।
তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

জনগণের সেবক হওয়ার লক্ষ্যে পুলিশ এগিয়ে যাচ্ছে : আইজিপি

১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস

আমির হোসেন আমুকে ইসিতে তলব

পাগলা মসজিদ: গণনার সাড়ে ৩ ঘণ্টায় দানবাক্সের টাকা ছাড়িয়েছে সোয়া ৩ কোটি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না : কাদের

বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

একটা আফসোস রয়ে গেছে, বললেন প্রধানমন্ত্রী

দুর্নীতি দমনে দুদককে আন্তরিক ও কৌশলী হতে হবে : রাষ্ট্রপতি

পেঁয়াজের ডাবল সেঞ্চুরি, দাম বাড়ল রসুন-চিনি ও ডালের

তীরে এসে তরি ডোবাল বাংলাদেশ