মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক এমবি মানিক নিহত।

 

 

 

mb_manik_bg_524934258

চলচ্চিত্র পরিচালক এমবি মানিক যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। নিউইয়র্কের একটি তেলের পাম্পে একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা চায়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে  সন্ত্রাসীরা তাকে গুলি করে।

মানিকের প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্রের একটি সূত্র সন্ত্রাসী হামলায় তার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
জানা যায়, গত বছরের ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এমবি মানিক। সেখানে তিনি চলচ্চিত্র প্রযোজক বাবুলের তেলের পাম্প কাম সুপারশপ-এ চাকরি করতেন। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টায় একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা চাইতে আসে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।
অভি কথাচিত্রের ম্যানেজার স্বপন বাবু বাংলানিউজকে বলেন, বিস্তারিত কিছু এখনো জানতে পারি নি। আমরা তার মরদেহ দেশে নিয়ে আসার জন্য যোগাযোগের চেষ্টা করছি ।
এমবি মানিক নব্বই দশকে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। ‘দুর্ধর্ষ’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এরপর পরিচালনা করেছেন ‘কঠিন প্রেম’, ‘এক টাকার দেনমোহর’, ‘জান আমার জান’, ‘জান কোরবান’, ‘বলো না তুমি আমার’, ‘প্রেম কয়েদী’ প্রভৃতি। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘দুর্ধর্ষ প্রেমিক’।
তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

অধ্যাদেশ জারি: বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

পরিবহন খাতের মাফিয়া ছিল শাজাহান খান গং

চাঁদা ও দখলবাজি রোধে হিমশিম খাচ্ছে বিএনপি

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন

সহিংসতায় উত্তপ্ত মণিপুরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গেলো

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

হাত ধোয়ার জন্য ফের ২০ কোটি টাকা আবদার!

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উসকানির অভিযোগে হৃদয় গ্রেফতার

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

এইচএসসির ফল কবে জানে না বোর্ড, প্রস্তাবনার অনুমোদনও মেলেনি