বৃহস্পতিবার, ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইন লঙ্ঘন করেছেন রাহুল!

ভারতের আমেথিতে ১০ বছরের মধ্যে এবারই প্রথম ভোটের দিন উপস্থিত ছিলেন এ আসনের প্রার্থী ও কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এ সময় তাঁর কর্মকাণ্ডের জন্য তাঁর বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিরোধীরা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নির্বাচনের দিন ভোট গ্রহণের জন্য রাখা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বেশ কাছাকাছি জায়গায় রাহুলের উপস্থিতি দেখা গেছে। আমেথির সাহামাওয়ে আস্থাভুজা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় কোরা ও মাধ্যমিক বিদ্যালয় ফোলা—এই তিনটি কেন্দ্রে সকাল সোয়া নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তাঁর উপস্থিতি চোখে পড়ে।

ভোট গ্রহণের সময় ইভিএম থেকে কাছে এমন অন্তত দুটি স্থানে রাহুলের উপস্থিতির ছবি টাইমস অব ইন্ডিয়ার ফটোসাংবাদিক ভি সুনীশের ক্যামেরায় ধরা পড়েছে। 

দিল্লিতে নির্বাচন কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মাত্র তিনজন ব্যক্তি ভোটের সময় ভোটকক্ষের ভেতরে যেতে পারেন। তাঁরা হলেন ভোটার, প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা। ভোট গ্রহণ চলাকালে কোনো প্রার্থী কক্ষে গেলে প্রিসাইডিং কর্মকর্তা দায়ী হবেন বলেও তিনি জানান। প্রার্থী ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগের জন্য লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে যেতে পারবেন। এ ছাড়া তাঁর ভোটকক্ষের আশপাশে উপস্থিত থাকার কোনো সুযোগ নেই। যদি কেউ যান, তবে গণপ্রতিনিধিত্ব আইন-১৯৫১ অনুযায়ী তিনি নির্বাচনী আইন লঙ্ঘনকারী হিসেবে অভিযুক্ত হবেন।

ছবিতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী ভোটকক্ষে গেছেন। এ ব্যাপারে গত বুধবার রাহুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে আম আদমি পার্টি। দলটির পক্ষ থেকে রাহুলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক ছবি টুইটারে প্রকাশ করা হয়েছে।

তবে দিল্লিতে নির্বাচন কমিশনের আরেক কর্মকর্তা বলেছেন, ভোট গ্রহণ চলাকালে প্রার্থী ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভোটকেন্দ্রে যেতে পারেন। তবে কোনো অবস্থাতেই তিনি শুভেচ্ছা বিনিময়ের নামে ভোট চাইতে পারেন না। ইভিএমগুলো ঠিকভাবে কাজ করছে কি না, এটা দেখার জন্য প্রার্থী বা তাঁর কোনো এজেন্ট ভোট শুরুর আগেই ভোটকক্ষে ঢুকে তা পরীক্ষা করতে পারেন। 

গতকাল আমেথিতে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণের আগে সকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ইভিএম পরীক্ষা করার জন্য সময় রাখা হয়। রাহুল এই পরীক্ষাকালীন যে কেন্দ্রের ভেতর ঢোকেননি, সেটি নিশ্চিত।  

এ জাতীয় আরও খবর

জেল থেকে ফ্রেমে, এক মাস পর…

ইতিহাসের এই দিনে ‘বঙ্গবন্ধু সুপ্রিম কোর্ট উদ্বোধন করেন’

সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

সৃষ্ট সুযোগ হাতছাড়া করতে চায় না বিএনপি

বিমানবন্দরে সতর্কতা জোরদারের নির্দেশ

সন্ত্রাসবিরোধী আইনের ৯৩% মামলাই মিথ্যা

নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে, তাই নারাজ: মির্জা ফখরুল

ইরানের বিশ্বাস, আরব প্রতিবেশীরা তাদের মাটি থেকে যুক্তরাষ্ট্রকে হামলা করতে দেবে না

আমি কখনো আওয়ামী লীগ করিনি, আদালত প্রাঙ্গণে বললেন বাবুল সরদার

আন্দোলনকারী-সাংবাদিকদের মাঝে ফগিং মেশিন চালিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন ইশরাকের

‘নার্ভাস নাইন্টিজে’ কাটা পড়লেন লিটন

মেহেদী রাঙা হাতে আদালতে হাস্যোজ্জ্বল তুরিন আফরোজ