বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়ায় থানার পাশে, জুড়ীতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

dakateব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের গোবিন্দ টিলায় রেলওয়ে থানার পাশে মঙ্গল মিয়ার বাড়িতে সোমবার দিবাগত রাত একটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে৷ একই রাত আড়াইটার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার হরিরামপুর গ্রামে রমিজ উদ্দিন নামের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে৷

আখাউড়ার গোবিন্দ টিলা এলাকাটি রেলওয়ে জংশনের গুরুত্বপূর্ণ স্থাপনা লোকোশেড (কেপিআই) লাগোয়া৷ এর আগের রাতে শহরের রাধানগর হািজ মহল্লার ইতালি-প্রবাসী জাকির হাসানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে৷ 

আখাউড়া থানার পুলিশ ও দুটি বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাত দলটি ১৫ থেকে ১৬ জনের৷ এদের গায়ে ছিল কালো গেঞ্জি, কারও কারও পরনে হাফপ্যান্ট, অনেকের মুখে কাপড় বাঁধা৷ দুটি বাড়িতেই লোহার গেট ও দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে৷ তাদের এক ঘরে নিয়ে পুরুষদের বেঁধে আটকে রেখে তারা ডাকাতি করে৷ ডাকাতেরা মঙ্গল মিয়ার বাড়ি থেকে সাত লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার, পাঁচটি মুঠোফোনসহ মূল্যবান জিনিস লুট করে৷ অপর দিকে রাধানগরের প্রবাসী জাকির হাসানের বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন ও কিছু টাকা লুট করে৷

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন বলেন, মামলা হয়েছে৷ পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে৷ তদন্ত চলছে৷

জুড়ীর ব্যবসায়ীর পরিবার ও পুলিশ জানায়, ১০-১৫ জনের ডাকাত দল রমিজের বাড়িতে হানা দেয়৷ তাদের কয়েকজন মুখোশধারী ছিল৷ ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে৷ পরে তারা ভয় দেখিয়ে আলমাির খুলে প্রায় ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা নিয়ে সটকে পড়ে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে৷ 

প্রসঙ্গত, উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার এলাকায় রিমজের ‘শাহীন জুয়েলার্স’ নামের একটি স্বর্ণালংকারের দোকান আছে৷

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে রমিজের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷

এ জাতীয় আরও খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত শনিবারের মধ্যে

যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আরও তিন দিন থাকতে পারে তাপপ্রবাহ

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক