বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত ৪ দিনব্যাপী শুরু হচ্ছে ২৩তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব

শত শত শিশুর আঁকা ছবি ও গান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত আর. এ. কে. সিরামিকস ২৩তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব ২০১৪ আগামী ৭-১০ মে ৪ দিন ব্যাপী স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত হবে।  ৭ মে রোজ বুধবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিকাল ৪টায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন শিশু চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন ৮ মে বিকাল ৩টায় শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা, বিকাল ৫টায় শিশুদের নিরাপত্তা শীর্ষক আলোচনা প্রধান অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ খলিলুর রহমান। আলোচনা শেষে আবৃত্তি ও বিতর্ক উৎসবের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন ৯ মে সকাল ৯টায় সংগীত প্রতিযোগিতা, বিকাল ৩টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিকেল ৫টায় শিশুর মানসিক বিকাশ ও বিনোদন শীর্ষক আলোচনা এতে প্রধান অতিথি থাকবেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ১০ মে রোজ শনিবার বিকেল ৩ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির। এবারের উৎসবের শেষ দিনে যারা সংবর্ধিত হবেন নাট্যজন আলী যাকের, সাংবাদিক মোঃ শাহ আলমগীর, ভাষা সৈনিক মুহম্মদ মুসা, বিশিষ্ট চিকিৎসক শিক্ষানুরাগী ডাঃ মোঃ আবু সাঈদ, মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী মোঃ ফিরোজ আহমেদ, সাংবাদিক মোঃ সাদেকুর রহমান, প্রাক্তন শিক্ষক ও সমাজ সেবক মোঃ ফয়েজ উদ্দিন ভূঞা। ৪ দিনব্যাপী উৎসবের প্রতিদিনের অনুষ্ঠান মালায় রয়েছে শিশুদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, নাচ ও শিশু চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া উৎসবে শিশুদের জন্য রয়েছে আবৃত্তি, সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগিতা। এবারের উৎসবে জাতীয় ও জেলা পর্যায়ের ৬ জন গুণীজনকে শিশুদের উপস্থিতিতে সংবর্ধিত করা হবে। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাসুকুল ইসলাম মাসুক ও সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু এক বিবৃতিতে ৪ দিনব্যাপী শিশুদের বার্ষিক উৎসবকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির হোতা ফখরুজ্জামানসহ গ্রেপ্তার ২

দুপুর ১২টা থেকে বিদ্যুৎ নেই রাজধানীর একাংশে

৩০ বছর বয়সে ১৪ বিয়ে সাঈদের!

‘মন্ত্রী-এমপিদের স্বজনরা নির্বাচন থেকে না সরলে সাংগঠনিক ব্যবস্থা’

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস

আপিল বিভাগে নিয়োগ পেলেন ৩ বিচারপতি, শপথ বৃহস্পতিবার

লক্ষ্ণৌর রেকর্ডের ছড়ি মুস্তাফিজের পিঠে

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৫ দিন ধরে ইন্টারনেটে ধীরগতি, স্বাভাবিক হতে লাগবে ১ মাস

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ফলনের ‘জারা লেবু’,  ওজন এক কেজি 

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী