শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিজয়নগরে সাপ আতংকে দিন কাটাচ্ছে মানুষ

news-image

সংবাদদাতা :: বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে সাপ আতংকে দিন কাটাচ্ছে মানুষ। প্রায় প্রতিদিনই ইসমালপুরের কাজী বাড়ি ও মিয়া বাড়ির আশপাশে বিষধর সাপ দেখা যায়। ফলে স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীরা পড়ছে বিপাকে। 
গত সোমবার  রাতে কাজী বাড়ির সামনে থেকে ৭ ফুট লম্বা একটি বিষধর গোখড়া সাপ মারা হয়। জানা গেছে, গত কয়েক মাস আগে ঢাকা সাভার থেকে সাপুড়ে এনে নাজমুল হকের বাড়ী থেকে ৪টি সাপ ধরা হয়েছিল। তবে এখন পর্যন্ত সাপ নির্মূল করা যায়নি। 
এ ব্যাপারে কাজী হীরা ও হাফিজ উদ্দিন জানান, ভাল সাপুড়ে এনে এলাকায় সাপ ধরা না গেলে যে কোনো সময় সাপের দংশনে মানুষের প্রাণ হানি ঘটতে পারে। 

এ জাতীয় আরও খবর