নাসির নগর পূর্বভাগ ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আট প্রার্থী প্রতিযোগিতা করছে
নাসির নগর,ব্রাহ্মণবাড়িয়া :: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদে উপনির্বাচনে আটজন প্রতিযোগিতা করছে।
সোমবার বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।
ঐ দিন উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদ হোসেন, হাবিবুর রহমান, মোহাম্মদ ছালাউদ্দিন,মোহাম্মদ আয়ুব খান, মোহাম্মদ হাবিবুল ইসলাম, মোহাম্মদ আক্কাছ আলী ও মোহাম্মদ সেলিম উদ্দিন ও মোঃ জানু মিয়া মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ রশিদ জানান আগামী ৭মে মনোয়ন পত্র বাছাই ১১ মে প্রত্যাহার ও ২৬ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সায়েম নাসিরনগর থেকে ঢাকা যাওয়া রাস্তায় নরসিংদী নামক স্থানে সড়ক দুর্ঘনায় আহত হয়ে মৃত্যুবরন করিলে ঐ পরিষদের শূন্য আসনে উপ নির্বাচন আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে।