আবরনি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত
হাবিবুর রহমান পারভেজ : ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত আর এ কে সিরামিকস ২৩তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব ২০১৪ এর তৃতীয় দিন শুক্রবার সন্ধ্যায় আবরনি’র অনুষ্ঠানকে সামনে রেখে গতকাল ৩ মে শনিবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আমাদের বন্ধুত্ব রইবে নির্ভর আবরনি’র জরুরী সভা অনুষ্ঠিত হয়। পরিচালক কাউসার আহমেদ হীরার সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন পরিচালক জাহাঙ্গীর হোসেন, আনিছুর রহমান রনি, আসুয়াক ভূইয়া স্মৃতি, লিজা আক্তার, সুমাইয়া রহমান, সদস্য অষেশ রায়, ইউনুছ ভূইয়া রিপন, ইমরান খান, জুম্মান, হৃদয় খান, আশরাফুল হক নাঈম, মুরাদ, মুন্না, নাবিদ, সবুজ, সিহাব প্রমুখ। সভায় বক্তারা শুক্রবার আবরনির অনুষ্ঠান বাস্তবায়নে ভূমিকা রাখা ও সংগঠনের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং প্রতি শনিবার বিকাল ৫টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সাংগঠনিক বৈঠকে একত্রিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সর্বসম্মতিক্রমে সংগঠন বিরোধী কাজ করায় পরিচালক নির্জয় হাসান সোহেলকে অব্যাহতি দেয়া হয়।