বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী তামাক বিরোধী জোটের কর্মসূচি

এ বছর বিশ্ব তামাক মুক্ত দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “তামাকের উপর কর বাড়ান (Raise taxes on tobacco)” কার্যকর তামাক নিয়ন্ত্রণে কর ও মূল্যবৃদ্ধিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। নরওয়ে, কানাডা, থাইল্যান্ডসহ পৃথিবীব অনেক দেশে কর বৃদ্ধির ফলে তামাকের ব্যবহার বহুলাংশে কমেছে। বাংলাদেশ প্রতিবছর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হলেও, সে হারে তামাকজাত দ্রব্যের মুল্য বৃদ্ধি পাচ্ছে না। ফলে মানুষের মাঝে তামাক ব্যবহার আশানুরূপভাবে হ্রাস করা সম্ভব হচ্ছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রণীত আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি “ফ্রেমওয়ার্ক কন্ভেনশন অন টোবাকো কন্ট্রোল (এফসিটিসি)” এর আর্টিকেল ৬ – এ তামাকের উপর কর বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।