সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সরাইলে একাধিক গাড়ীতে ডাকাতি ॥ পুলিশ ডাকাত গুলি বিনিময় ॥ গ্রেপ্তার তিন

news-image

প্রতিনিধি ॥  শনিবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল – অরুয়াইল সড়কের গুণারা নামক স্থানে একাধিক যান বাহনে রোড ডাকাতি হয়েছে। ডাকাতরা সিএনজি অটোরিক্সা থামিয়ে বিভিন্ন অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল লুট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের সাথে ডাকাতদের গুলি বিনিময় হয়। এসময়ে পুলিশ এগার  রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ফারুক , হারিস মিয়া, পাইখ্যা নামক তিন জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে। এ ছড়া দেমীয় কয়েকটি অস্ত্র উদ্ধার করে। সরাইল থানার এস আই ইশতিয়াক জানান, এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর