বিজয়নগরে ফেনসিডিল সহ আটক ১
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫০ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট শাহ আলমকে আটক করেছে ইসলামপুর ফাঁিড় পুলিশ। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকালে উপজেলার চান্দুরা বাস টার্মিনালের সামনে অভিযান চালিয়ে ফেনসিডিল সহ চান্দুরা গ্রামের সাগর আলীর ছেলে মাদক সম্রাট শাহ আলম (৩৫) কে আটক করে পুলিশ। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, চান্দুরা গ্রামের সাগর আলীর ছেলে শাহ আলম দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছে এবং বিজয়নগর থাানয় মাদক আইনে তার একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বিজয়নগর থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।