বাঞ্ছারামপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৪০
প্রতিনিধি: জেলার বাঞ্ছারামপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গোলাপ মিয়া (২০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত গোলাপ মিয়া উপজেলার পাইকারচর গ্রামের হোসেন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে পাইকারচর গ্রামের জব্বার চেয়ারম্যানের সঙ্গে তাতুয়াকান্দি গ্রামের মো. ইকবাল হোসেনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের নাম জানা যায়নি।
তবে গুরুতর আহত গোলাপ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই গ্রামে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।