বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য “এ্যাডুকেশন এ্যাওয়ার্ড ২০১৪”এ মনোনীত হয়েছেন অশোকা ফেলো মোঃ মাতিন আহমেদ

matinনিজস্ব প্রতিবেক : ব্রাহ্মণবাড়িয়ার বিশিস্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এসএসআইটির নর্থ সাউথ স্কুল অব প্রাইমারী গ্র্যাজুয়েশনের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি ও অশোকা ফেলো মোঃ মাতিন আহমেদ মাসিক “মানবজীবন” ও “ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট” কর্তৃক “এ্যাডুকেশন এ্যাওয়ার্ড ২০১৪” এর জন্য মনোনীত হয়েছেন। আগামী ২৯ এপ্রিল মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে মোঃ মাতিন আহমেদকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিনিয়র সচিব ও বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর শফিক আলম মেহেদী। উল্লেখ মোঃ মাতিন আহমেদ ২০০৩ সালে শিক্ষা বিষয়ে গবেষণার জন্য যুক্ত রাষ্ট্রের অশোকা ফেলোশীপ অর্জন করেন। তিনি শিক্ষা উন্নয়নের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র,সিঙ্গাপুর ও ভারত থেকে কৃতিত্ব সম্মাননা অর্জন সহ বিভিন্ন পুরষ্কার লাভ করেছেন।

এ জাতীয় আরও খবর