“কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস” উপলক্ষে নাসিরনগরে র্যালী ও আলোচনা সভা
কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস” উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরে বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউল ইসলাম সেলিমের সভাপতিত্বে আরএমও ডাঃ মাসুক আল মারজানের পরিচালনায় এক আলোচনা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ জাকারিয়া, মেডিকেল অফিসার ডাঃ জামাল উদ্দিন আহমেদ,এসআই শাখাওয়াত হোসেন ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ।