শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মে মাসের আগে বৃষ্টির দেখা মিলবে না

গরমের দাপট সহজে কমবে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। তবে দেশের কোথাও কোথাও আজ ঝড়বৃষ্টি হতে পারে।

গতকাল বিকেলে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পর কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু সকাল হতে না হতেই সেই স্বস্তি উধাও। আবার শুরু হয়েছে গরমের দাপট।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, সূর্যের প্রচণ্ড তাপ ও বাতাস বন্ধ থাকার কারণে এবার গরমের তীব্রতা বেশি। বছরের এ সময়ে যে দখিনা বাতাস বয়, এবার তার দেখা নেই। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, পুরো উপমহাদেশেই এবার গরমের তীব্রতা বেশি। একই সঙ্গে প্রকৃতি চরমভাবাপন্ন। শীতপ্রধান দেশে এবার শীত বেশি। গ্রীষ্মপ্রধান দেশে গরম বেশি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়,  ঢাকায় গতকাল তাপমাত্রা ছিল  সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় সব  শহরে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রির ওপরে। তবে রাজশাহীতে ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি।  

এ জাতীয় আরও খবর