৮টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল, ৪৩টি স্থগিত
গত বছর হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ৮টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল, ৪৩টির স্থগিতসহ মোট ২০৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শা¯িত্মমূলক ব্যবস্থা নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।বৃহস্পতিবার সকালে ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান এ সিদ্ধাšেত্মর কথা জানান। গত বছর বিভিন্ন হজ এজেন্সির প্রতারণার কারণে শতাধিক হজ যাত্রী সৌদি আরব যেতে পারেননি। এজন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদšত্ম কমিটি গঠন করা হয়। কমিটি বিভিন্ন হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পায়। এ পরিপ্রেক্ষিতেই ধর্ম মন্ত্রণালয় এ সিদ্ধাšত্ম নিয়েছে। গত বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ১৪ অক্টোবর। সময় টিভি