সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সীমান্তে বসবাসকারীদের নিরাপত্তা বৃদ্ধিতে বৈঠক

BSF-3আখাউড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বিজিবির আইসিপি ক্যাম্পে আয়োজিত এ বৈঠক হয়।

এতে বাংলাদেশের ৯ সদস্যের প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক (পিএসসি)। বিএসএফর ১৪ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্বে ছিলেন গোকুলনগর ক্যাম্পের (সেক্টর কমান্ডার) ডিআইজি বি এস তেলিয়া।

বৈঠকে সীমান্তে মানুষ নির্যাতন ও হত্যা বন্ধ, দু'দেশের সম্প্রীতি বজায় রাখা, সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফেনীর কহুয়া নদীর পাড় রক্ষা, মহুরীর চরে বিজিবি-বিএসএফ যৌথ টহল ও সীমান্তে ভারত কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া সীমান্ত এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য উভয় পক্ষ থেকে জোরদার ভূমিকা রাখার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ জাতীয় আরও খবর