রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অলৌকিক খেজুরগাছ!

khajorপুকুরপাড়ে জন্মানো একটি খেজুরগাছ দিন-রাতে একটি নির্দিষ্ট সময় মেনে উঁচু-নিচু হচ্ছে। খেজুরগাছের এই অলৌকিক ঘটনা স্বচক্ষে দেখার জন্য ভিড় করছে হাজার হাজার মানুষ। আবার রোগমুক্তির আশায় অনেক নারী-পুরুষ ভক্তিসহকারে পান করছেন ওই পুকুরের পানি।
সোমবার বিকেলে সরেজমিন কালীগঞ্জের নলতা ইউনিয়নের কাশিবাটি ফুটবল মাঠসংলগ্ন শেখপাড়া এলাকায় নজরুল ইসলামের মালিকানাধীন পুকুরপাড়ে গিয়ে দেখা গেছে এই বিচিত্র ঘটনা।
পুকুর মালিকের ভাই শেখ খায়রুল ইসলাম জানান, তাদের ৫ শতাংশ জায়গায় অবস্থিত পুকুরের পাড়ে জন্মানো খেজুরগাছটি অনেকদিন আগে থেকে হেলানো অবস্থায় বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রায় ১৫ দিন যাবৎ ওই খেজুরগাছটি মাঝ বরাবর থেকে ওপরের অংশ পানিতে তালিয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেটি আবার উঁচু হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এই উত্থান-পতনের ব্যবধান কমপক্ষে ৫-৬ ফুট।
পুকুরের মালিকসহ কয়েকজন এলাকাবাসী জানান, সকাল ৮টার পর থেকে খেজুরগাছের মাঝ থেকে ওপরের অংশ (পাতাসহ) পানিতে ডুবে যায়। এ অবস্থা থাকে বিকেল পর্যন্ত। আবার পড়ন্ত বিকেল থেকে খেজুরগাছটি আস্তে আস্তে পানির ওপরে উঠে যায়। রাত ১০টা নাগাদ খেজুরগাছের ওপরের অংশ পানি থেকে ৫-৬ ফুট উঁচুতে উঠে। এভাবেই থাকে সকাল পর্যন্ত। তবে ওপরের অংশ উত্থান-পতন হলেও এর গোড়ার মাটি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে।
এ খবর ব্যাপকভাবে জানাজানি হলে প্রায় এক সপ্তাহ যাবৎ দূরদূরান্ত থেকে বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ ঘটনাটি একনজর দেখার জন্য ওই স্থানে ভিড় করছেন। অনেক নারী, পুরুষ ও শিশু-কিশোর রোগমুক্তির আশায় পুকুরের পানি তুলে পুকুরপাড়ে বসেই পান করছেন। আবার আগত অনেক ব্যক্তিকে বোতলে বা বিভিন্ন পাত্রে পানি নিয়ে যেতে দেখা গেছে।
উপজেলার সন্ন্যাসীরচক গ্রামের ইসমাইল হোসেন (১৪), কাশিবাটি গ্রামের জাহেদা বেগম (৩০), পাইকাড়া গ্রামের সাহারা খাতুনসহ (৪০) অনেককে পানি পান করতে দেখা গেছে।
পানি পান করার কারণ জিজ্ঞাসা করলে তাদের সবার একই উত্তর, আল্লাহর ওপর আস্থা রেখে ওই পানি পান করলে তাদের রোগবালাই সেরে যাবে বা নানা বালামুসিবত দূর হবে- এমন আশায় তারা খেজুরগাছ ডোবা ওই পুকুরের পানি পান করছেন। লোকজনের সমাগম উপলক্ষে পুকুরপাড়ে বসেছে কয়েকটি খাদ্যদ্রবের দোকান। তবে অলৌকিক এ ঘটনাটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় এলাকাবাসীসহ দূরদূরান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ।


রাইজিংবিডি. 

 

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

কালিয়াকৈরে হাসিনা-কাদেরের নামে দুই হত্যা মামলা

রোববার থেকে যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবেন গ্রাহক

সরকারকে আরও কঠোর হতে হবে: আবুল হায়াত

আশুলিয়ার সব পোশাক কারখানা খুলবে রোববার, আজ বন্ধ ছিল ৪৩টি

রেমিট্যান্সে সুবাতাস, নতুন রেকর্ডের ইঙ্গিত

মণিপুরের জিরিবাম বিভাগে জরুরি অবস্থা জারি

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরবেন আজ

নেইমারের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে

লুট হওয়া ৫৩টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪০৩