বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

na up chনাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম মরিুজ্জামান সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব।

সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গনেশ চন্দ্র মণ্ডল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া, সদর ইউপি চেয়ারম্যান মো. রফিজ মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, ইউপি চেয়ারম্যান ডা. করিণ মিয়া, ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া, ইউপি চেয়ারম্যান গোলাম ছামদানী ও সাংবাদিক আকতার হোসেন ভূইয়া প্রমুখ।

সংবর্ধনা সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এটিএম মরিুজ্জামান সরকার ও ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবকে  ফুলেল শুভেচ্ছা দেন। পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এটিএম মরিুজ্জামান সরকারের সভাপতিত্বে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৩ মার্চ নাসিরনগর উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। চেয়ারম্যান পদে এটিএম মরিুজ্জামান সরকার ভাইস চেয়ারম্যান পদে অঞ্জন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সৈয়দা হামিদা লতিফ পান্না নির্বাচিত হন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশে তারা গত ১৫ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি