আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মহিলা নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে বেবি আক্তার (৩৫) নামের এক মহিলা নিহত হয়েছেন।
রবিবার দুপুর দেড়টার দিকে আখাউড়া পৌরশহরের দূর্গাপুর রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেবি আক্তার উপজেলার নূরপুর গ্রামের ইসহাক মিয়ার স্ত্রী। সে পাঁচ সন্তানের মা।
আখাউড়া পৌরসভার সংশ্লিষ্ট মহিলা কাউন্সিলর লাভলী আক্তার জানান, দুপুর দেড় টার দিকে দূর্গাপুর রেলগেইট এলাকায় রেললাইন পারাপার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ডেমু এক্সপ্রেস ট্রেনের নিচে ওই মহিলা কাটা পড়ে। পরে আখাউড়া হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।