মুজিবনগর দিবস উপলক্ষে নাসিরনগরে আলোচনা সভা
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা প্রসাশনের উদ্যোগে নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবনিবার্চিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন,কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, কুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান পান্না,সাবেক ছাত্রলীগ নেতা বসির আল হেলাল ও কুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আবদুল জলিল প্রমূখ।