লিভটুগেদারেই ভেঙে গেল সারিকার বিয়ে
বিনোদন ডেস্ক : বিয়ে করছেন অভিনেত্রী সারিকা এমন কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আর বিয়ে হলো না। লিভটুগেদারের কারণেই বিয়ে ভেঙে যায় সারিকার। অবশ্য সারিকার পরিবারও বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সারিকা তার সাথে একসময় চুটিয়ে লিভটুগেদার করেছেন। কিন্তু পেছনের কথা পেছনেই থেকে যায়। বুঝতে পারেননি মাহিমের প্রতারণা।
মাহফুজ ও নিরবের সাথে সারিকার রোমাঞ্চের খবর অনেকেরই জানা ছিল। এরপর যুক্ত হয় মাহিম করিম সুমিত। তার সাথে সারিকার বিয়ের কথা ছিল। যার সাথে ভালোবাসার পথ চলতে সারিকা এখন রিহ্যাবের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী পরিচয় দিলেও মাহিমের নামে কোন ট্রেড লাইসেন্সও খুঁজে পাওয়া দুরূহ বলে তার ঘনিষ্ঠজনরা জানান।
৪ এপ্রিল সারিকার আকদ হবারও কথা ছিল। কিন্তু কোন কিছুই শেষ পর্যন্ত হয়নি। খবর নিয়ে জানা গেছে সারিকার বিয়ে ভেঙে গেছে।
কারণ মাহিম করিম নামে যে ছেলের সঙ্গে সারিকার বিয়ে হবার কথা ছিল তিনি একজন প্রতারক এবং মাদকাসক্ত। এ খবর জানতে পেরে সারিকার পরিবার বিয়ে না দেয়ার সিদ্বান্ত নেয়।
মাহিম ছিল সারিকার ইয়াবা সেবনের পার্টনার। দুজন একসঙ্গে নেশা করতেন। আর নেশা করতে গিয়েই বন্ধুত্ব, প্রেম এবং লিভটুগেদার।
এদিকে সারিকাকে দীর্ঘদিন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখেও কোন উন্নতি হয়নি। মাহিমের কারণে সারিকার পরিবার ঢাকার বাইরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তিও করান। সারিকা সেখানেই আছেন বলে জানা গেছে।