মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লিভটুগেদারেই ভেঙে গেল সারিকার বিয়ে

বিনোদন ডেস্ক : বিয়ে করছেন অভিনেত্রী সারিকা এমন কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আর বিয়ে হলো না। লিভটুগেদারের কারণেই বিয়ে ভেঙে যায় সারিকার। অবশ্য সারিকার পরিবারও বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সারিকা তার সাথে একসময় চুটিয়ে লিভটুগেদার করেছেন। কিন্তু পেছনের কথা পেছনেই থেকে যায়। বুঝতে পারেননি মাহিমের প্রতারণা।





মাহফুজ ও নিরবের সাথে সারিকার রোমাঞ্চের খবর অনেকেরই জানা ছিল। এরপর যুক্ত হয় মাহিম করিম সুমিত। তার সাথে সারিকার বিয়ের কথা ছিল। যার সাথে ভালোবাসার পথ চলতে সারিকা এখন রিহ্যাবের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী পরিচয় দিলেও মাহিমের নামে কোন ট্রেড লাইসেন্সও খুঁজে পাওয়া দুরূহ বলে তার ঘনিষ্ঠজনরা জানান।





৪ এপ্রিল সারিকার আকদ হবারও কথা ছিল। কিন্তু কোন কিছুই শেষ পর্যন্ত হয়নি। খবর নিয়ে জানা গেছে সারিকার বিয়ে ভেঙে গেছে।





কারণ মাহিম করিম নামে যে ছেলের সঙ্গে সারিকার বিয়ে হবার কথা ছিল তিনি একজন প্রতারক এবং মাদকাসক্ত। এ খবর জানতে পেরে সারিকার পরিবার বিয়ে না দেয়ার সিদ্বান্ত নেয়।





মাহিম ছিল সারিকার ইয়াবা সেবনের পার্টনার। দুজন একসঙ্গে নেশা করতেন। আর নেশা করতে গিয়েই বন্ধুত্ব, প্রেম এবং লিভটুগেদার।





এদিকে সারিকাকে দীর্ঘদিন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখেও কোন উন্নতি হয়নি। মাহিমের কারণে সারিকার পরিবার ঢাকার বাইরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তিও করান। সারিকা সেখানেই আছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অপরিবর্তিত থাকলো এলপিজির দাম

অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারের

ভারত সফরে আসছেন ডোনাল্ড লু, যাবেন নেপাল-শ্রীলঙ্কায়ও

ঢাকায় বাইরের চেয়ে ঘরের বাতাসে মৃত্যুঝুঁকি বেশি

ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তিনজনের

আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামালো বাংলাদেশ

পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না

চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, জামিন শুনানি পেছালো

গায়েবি মামলার অপসংস্কৃতির সংস্কার চান ৯৫ শতাংশ মানুষ

অন্তঃসত্ত্বা ছিলেন শাহিদা, বিয়ের জন্য চাপ দেওয়ায় গুলি করে হত্যা

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল শুনানি চলছে