আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম প্রকাশক আশ্রাফুর রহমান রাসেলের ৩১তম জন্মদিন।
আজ সোমবার পহেলা বৈশাখ আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম এর প্রকাশক আশ্রাফুর রহমান রাসেলের ৩১তম জন্মদিন। সেনাবাহিনীর সার্জেন্ট পিতার কর্মের সুবাদে জন্ম চট্রগ্রামের সেনানিবাসের সি,এম,এইচ এ এবং বেড়ে ওঠেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার হাবলাউচ্চ গ্রামে। বাবার নাম ছিদ্দিকুর রহমান এবং মাতার নাম রহমত আরা বেগম। পরিবারের তিন ভাই দুই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ তিনি। হাবলাউচ্চ স্কুল থেকে ২০০০ সালে মাধ্যমিক পাশ করেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বি কম ও স্টামর্ফোড ইউনির্ভাসিটি,ঢাকা থেকে ২০০৯ সালে এম বি এ ডিগ্রি লাভ করেন।
আজকের এই দিনে তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।