মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে শিক্ষক লাঞ্ছিত

Crime-150x150প্রতিবেদক :: গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় দুই শিক্ষককে (পরিদর্শক) মারধর করেছে পরীক্ষার্থীরা।

গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি বাজারের সিএনজিচালিত অটোরিকশা স্টেশনে এ ঘটনা ঘটে।
বাঞ্ছারামপুরে মারধরের শিকার দুই শিক্ষক হলেন দড়িকান্দি তাজুল ইসলাম কলেজের প্রভাষক আবদুল লতিফ ও জাহাঙ্গীর আলম। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাহ রাহাত আলী কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী জাকির হোসেনকে আটক করেছে।

বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, আটক জাকির হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রভাষক আবদুল লতিফ বলেন, ‘শাহ রাহাত আলী কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হওয়ার পরপরই কয়েকজন পরীক্ষার্থী নকল করতে না পারায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে আমাকে দা দিয়ে কোপাবে বলে হুমকি দেয়। কিন্তু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (শাহ রাহাত আলী কলেজের অধ্যক্ষ) সাজাদুর রহমান তাদের কিছুই বলেননি। এর ২০-২৫ মিনিট পরে দড়িকান্দি যাওয়ার জন্য কেন্দ্রের কাছে ছয়ফুল্লাকান্দি বাজারে গিয়ে অটোরিকশায় ওঠামাত্র ৮-১০ জন পরীক্ষার্থী আমাদের এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারতে থাকে। এতে আমি ও আরেকজন শিক্ষক আহত হই।’

সাজাদুর রহমান বলেন, ‘আমার সামনে আমার কলেজের কোনো ছাত্র কোনো শিক্ষককে হুমকি দেয়নি। হামলার বিষয়টি আমি পরে শুনেছি।’ তিনি দাবি করেন, ওই কেন্দ্রে নকলের কোনো ঘটনা ঘটেনি।

ইউএনও জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, তিনি ঘটনা শুনেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় সভা শেষে বাঞ্ছারামপুরে ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আর শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি