সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

বুধবার গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফাতেমা নজীব এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. ফরহাদ হোসেন (৪৬) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পিপড়াসিট এলাকার মনসুর আলীর ছেলে।

স্পেশাল পিপি মো. ফজলুল কাদের বলেন, “১৯ বছর বয়সী ধর্ষিতা ফরহাদের ঔরসজাত সন্তান।

“অর্থদণ্ডের টাকা আসামির সম্পদ থেকে আদায় করে ক্ষতিগ্রস্তকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।”

 

 

তিনি জানান, ফরহাদ তার ১৯ বছর বয়সী মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একই ঘরে থাকতেন।

 

গত বছরের ২০ মার্চ ফরহাদের দ্বিতীয় স্ত্রী রুমানা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন।

তার অভিযোগ নিজের মেয়েকে ৩দিন ধর্ষণ করেছেন ফরহাদ। মামলার দিনই ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ফরহাদ আদালতে ১৬৪ ধারায় স্বাকারোক্তিমূলক জবানবন্দি দেন।

কালিয়াকৈর থানার এসআই সানোয়ার জাহান তদন্ত করে গত ২৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন।

এ মামলায় সাতজন স্বাক্ষ্য দেয়।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি মো. ফজলুল কাদের ও আসামী পক্ষে মো. ইসমাইল হোসেন মামলাটি পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর