নাটাই গ্রামে সংঘর্ষ, আহত ১০, আটক ৭
আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই গ্রামে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর (টিউবয়েল প্রতীকের মো. মহসিন মিয়া ও বই প্রতীকের কাউছার মোল্লা) সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। এসময় একটি বাড়িতে অগ্নি সংযোগ ও একটি দোকান লুটপাটের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত সোমবার এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোট নিয়ে বাকবিতন্ডা হয়। পরে গ্রাম্য সালিসে বিষয়টি সমাধান করা হয়। আজ দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে দেশীয়
অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে চান্দের গোষ্ঠী ও সলিমের গোষ্ঠীর লোকজন।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ৭জনকে আটক করা হয়েছে।