জাল টাকা সহ বিজয় নগরে দুজন গ্রেফতার
গত সোমবার রাতে উপজেলার মীর্জাপুর এলাকা থেকে ১ হাজার টাকার জাল নোট সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সাজ্জাদ আনোয়ার উজ্জ্বল (৪২) ও রাকিব মিয়া (২৬)। গত মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, তাদের কাছ থেকে ২ টি ১ হাজার টাকার নোট উদ্ধার করা হয়।