ব্রাহ্মণবাড়িয়ায় এক বছরে ২৩ ট্রেন লাইনচ্যুত
রেললাইন বেহাল, তাই একের পর এক দুর্ঘটনা ঘটছে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া অংশে। এক বছরে এই অংশে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে তেইশটি। আর এর মধ্যে গঙ্গাসাগর এলাকায় মার্চে দশ দিনের ব্যবধানে দুর্ঘটনা কবলিত হয় দুটি ট্রেন। এসব ঘটনায় ট্রেন চলাচল যেমন বন্ধ থাকে, তেমনি প্রাণহানির ঘটনাও ঘটছে।
আখাউড়া রেলজংশনের খুব কাছেই গঙ্গাসাগর স্টেশন। এখানকার দুই পাশের রেলপথে পাথর নেই। স্লিপারগুলোও এলোমেলো হয়ে আছে কোথাও কোথাও।
দেড়মাসে এই এলাকাতেই ট্রেন লাইনচ্যুত হয়েছে তিনবার। ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া অংশের নানা এলাকার চিত্র এরকমই। গত এক বছরে এই এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছে তেইশটি। পরিসংখ্যানটি রীতিমতো ভয় জাগানিয়া রেল বিভাগের কাছেও। আর এ জন্য যন্ত্র এবং প্রকৌশল বিভাগের ত্রুটিসহ বিভিন্ন কারণ চিহ্নিত হয়েছে।