সাংবাদিক এবিএম মূসা লাইফসাপোর্টে
প্রথিতযশা সাংবাদিক এবিএম মূসা (৮৩) গুরুতর অসুস্থ। তাঁকে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে লাইফসাপোর্টে রাখা হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন।
এবিএম মূসার পরিবারের সদস্যরা জানান, তিনি অনেক দিন ধরেই অসুস্থ। গত ২৯ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তাঁকে কয়েকবার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে নেওয়া হয়। গতকাল রাতে অবস্থা আরও খারাপ হলে এবিএম মূসাকে চিকিত্সকেরা লাইফসাপোর্টে রেখেছেন।
এবিএম মূসার জন্য তাঁর পরিবারের সদস্যরা দেশবাসীর দোয়া চেয়েছেন।