আজ সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের যাত্রা শুরু
প্রতিনিধি : আজ মঙ্গলবার সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কার্যক্রম পরিচালনার যাত্রা শুরু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে সকালে অনুষ্টিত সমন্বয় সভার অংশ গ্রহনের মাধ্যমেই তাদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সুত্রে জানা যায়, গত ২৭ শে ফেব্রুয়ারী সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়। চেয়ারম্যান পদে এ্যাডভোকেট আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে মোঃ শের আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ তাহমিনা আক্তার নির্বাচিত হন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশে তারা গত ১ এপ্রিল কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহনের ছয় দিন পর পাঁচ বছরের জন্য দায়িত্ব পেলেন তারা। উপজেলার নয়টি ইউনিয়নের ছয় লক্ষাধিক লোকের প্রতিনিধিত্ব করবেন তারা তিনজন।