মা বিয়ে করলেন মেয়ের প্রেমিককে
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শ্রীখলা গ্রামে মেয়ের প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করলেন মা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার শ্রীখলা গ্রামের বিধবা শাহানারা খাতুন (৩৩) এর একমাত্র মেয়ে শ্রীখলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীর সঙ্গে একই গ্রামের নূর ইসলামের ছেলে সাইফুল ইসলাম সপুল (১৭) এর প্রেমের সম্পর্ক ছিলো। এক পর্যায়ে সপুল তার প্রেমিকা মাদ্রাসা ছাত্রীর মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। এতে মা শাহানারা খাতুন মেয়ের বয়স কম বলে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন।
এরপর থেকে সপুল শাহানারার বাড়ীতে আসা যাওয়া করতো। এ থেকে শাহানারার সঙ্গে সপুলের ঘনিষ্ঠতা হয়। এ নিয়ে মা-মেয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ অবস্থায় গতকাল শুক্রবার পালিয়ে গিয়ে মা শাহানরা প্রেমিক সপুলকে বিয়ে করেন।