শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হ্যাটট্রিক বিশ্ব চ্যাম্পিয়ন অসি মেয়েরা

aussy_champion_bg_744777715 ইংল্যান্ডকে আবারও হতাশ করল অস্ট্রেলিয়ার মেয়েরা। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৯ বল হাতে রেখে ছয় উইকেটে মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো অসিরা।


ইংল্যান্ডের বিপক্ষে এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ইংলিশদের ১০৫ রানে আটকে দেয় তারা। 





মেগ ল্যানিংয়ের দল সহজ লক্ষ্যে নেমে এদিনও ঝড় তুললেন শেরে বাংলা স্টেডিয়ামে। দুই নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বলে চারটি চার ও দুটি ছয়ে ৪৪ রানের সেরা ইনিংস খেললেন। দলকে জয়ের বন্দরে পৌঁছ‍ানোর দুই রান আগেই নাতালি স্কিভারের শিকার হন অসি অধিনায়ক।


ওই ওভারেই ইংলিশ বোলার অ্যালেক্স ব্ল্যাকওয়েলকে শূন্য হাতে ফেরান। শুধুমাত্র হারের ব্যবধান কমাতেই যথেষ্ট ছিল উইকেটটি।


এলিসে পেরির ব্যাট থেকে আসে ম্যাচজয়ী শটটি। ৩২ বলে তিনটি চার ও একটি ছয়ে ৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। গত বিশ্বকাপজয়ী অধিনায়ক জেস জোনাসেন ১৫ রানে আউট হন। ১২ রান করেন আরেক ওপেনার এলিসে ভিলানি।





এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশদের উদ্বোধনী জুটি শার্লট এডওয়ার্ডস ও সারাহ টেলর ধীরে এগুতে থাকেন। পাওয়ার প্লের শেষ ওভারে মিড অনে জেস ক্যামেরুনের তালুবন্দি হন শার্লট। ১৯ বলে তিনটি চারে ১৩ রান করেন ইংলিশ অধিনায়ক। 


দশম ওভারে আরেক ওপেনার সারাহ টেলর কোয়েতের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ১৮ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ৫৮ রানের মাথায় চার নম্বরে নামা লেইডা গ্রিনওয়ে পেরির বলে উইকেটের পেছনে ক্যাচ দিলে ইংল্যান্ডের তৃতীয় উইকেটের পতন ঘটে। 





দলীয় ৬৭ রানে দারুন খেলতে থাকা হেথার নাইট ২৪ বলে তিন চারে ২৯ রান করে সাজঘরে ফেরেন। মিডউইকেটে দাঁড়িয়ে থাকা পেরি তার ক্যাচটি লুফে নেন। এরপর আর কেউ দলের হাল ধরতে পারেনি। 


নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশ মেয়েরা। দলীয় ৮৫ থেকে ১০১ রানের মধ্যে নাতালি স্কিভার, তাম্মি বিউমন্ট, অ্যামি জোনস ও ডেনিয়েল হ্যাজেল সাজঘরে ফিরে যান।





অস্ট্রেলিয়ার হয়ে সারাহ কোয়েত ৪ ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি করে পান রেনে ফারেল ও এলিসা পেরি।


ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার সারাহ কোয়েত। আর সিরিজ সেরা হয়েছেন ইংল্যান্ডের আনিয়া শ্রুবসোল।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা