সরকার মানুষের অন্যতম মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা সুনিশ্চত করতে বদ্ধপরিকর …….মেয়র মোঃ হেলাল উদ্দিন
দেশের শিশুদের রাত কানা, হাম ও ডাইরিয়া রোগ থেকে মুক্ত করার লক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। এবছর পৌরসভার উদ্দ্যোগে পৌর এলাকার বারটি ওয়ার্ডে ৭২ টি টিকাদান কেন্দ্রে ১বছর থেকে ৫ বছর বয়সি ২৩,৯০৫ জন শিশুকে টিকা খাওয়ানো হয়। গতকাল সকালে পশ্চিম মেড্ডার শরীফপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” টিকাদান কর্মসূরি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জননেতা মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ নারায়ণ চন্দ্র দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছাদেকুর রহমান শরীফ, মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, পৌরসচিব মোঃ ইসহাক ভূঞা। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান মলাই, সাধারণ সম্পাদক মোঃ হানিফ, পৌর সভার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম,স্বাস্থ্য সহকারি মোঃ আবু সাইদ, সিবিও সভাপতি অজিজুল হক, শহর আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা রিফাত রহমান শরীফ প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বর্মতান সরকার দেশের মানুষের অন্যতম মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা সুনিশ্চত করতে বদ্ধপরিকর। তাই সরকার দেশে সরকারি-বেসরকারি হাসপাতাল বৃদ্ধি করেছে। দেশে বিদ্বমান হাসপাতাল সুমূহের অবকাঠামো উন্নয়ন, আধূনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ সহ চিকিৎসা সেবার মান উন্নয়ন করেছে। শিশু খাদ্য ও ঔষদের গুনগত মান নিশ্চিত করেছে। এছারা পল্লি এলাকায় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সারাদেশে কমিনিউটি ক্লিনিক চালু করেছে। সিভিল সার্জন ডা. নারায়ণ দাস তার বক্তব্যে বলেন, শিশুরা দেশের আগামী দিনের ভবিষ্যত। আমাদের আগামী প্রজন্ম শিশুদেরকে সুস্থ-সবল ও রোগ মুক্ত রাখতে বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সম্প্রতি বিশ্ব স্বস্থ্য সংস্থা কর্তৃক বাংলাদেশ কে পোলিও মুক্ত ঘোষনা করেছে এটি বর্তমান সরকারের যুগান্তকারী অর্জন। তিনি বিভিন্ন সময়ে শিশু টিকা নিয়ে ষড়যন্ত্রর কথা উল্লেখ করে বলেন একটি মহল সবসময় নিজেদের অজ্ঞতা বসত এসমস্ত কাজ করে থাকে। তাদের অপপ্রচারের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে।