সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মানুষের দুধ খেয়ে বড় হচ্ছে বাঘের বাচ্চা!

wklবার্মার এক চিড়িয়াখানায় তিনটি বাঘ শাবকের জন্ম হয়। একটি শাবককে মা বাঘ মেরে ফেললে তার সামনে থেকে বাকি দুটি বাচ্চাকে সরিয়ে ফেলা হয়। এরপর তাদের বড় করে তোলার ভার দেওয়া হয় সদ্য মা হওয়া এক মহিলার ওপর। ঐ মহিলা এখন তার বুকের দুধ খাইয়ে বাঘের বাচ্চা দুটিকে বড় করে তুলছে।
চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ মা বাঘের বাচ্চা-দুটির করুন দশা দেখে নিজ থেকেই এগিয়ে আসেন। এরপর তিনি বলেন যে, যতদিন তাদের দাঁত না উঠছে ততদিন তাদের বুকের দুধ খাওয়াবেন তিনি।

এ জাতীয় আরও খবর