শনিবার আরম্ভ হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব বাসন্তী পূজা
৫ এপ্রিল শনিবার দেবীর ষষ্টাদি কল্পারম্ভের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী বাসন্তী পূজা ।
শনিবার থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত টানা ৫ দিন ব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে গোটা ব্রাহ্মণবাড়িয়ার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে।
এ উপলক্ষ্যে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে দেবী বাসন্তীর প্রতিমার শেষ আঁচড় টুকু সেরে নিচ্ছেন। এবার দেবী গজে করে আগমন অর্থাৎ 'ফলন গজে চ জলদা দেবী শষ্য পূর্ণা বসুন্ধরা' এবং দেবীর নৌকায় করে গমন হচ্ছে অর্থাৎ 'ফলন-শষ্য বৃদ্ধিস্থথা জলম'।
শাস্ত্রমতে শনিবার দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ; 'সায়ংকালে দেব্যা আমন্ত্রনাধিবাসৌচ'।
৬ এপ্রিল রবিবার দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন সপ্তমী বিহিত পূজা প্রশস্থা। ৭ এপ্রিল সোমবার দেবীর অষ্টমী বিহিত পূজা।
৮ এপ্রিল মঙ্গলবার দেবীর নবমী বিহিত পূজা প্রশস্থা। ৯ এপ্রিল শ্রী শ্যী বাসন্তী দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্থা।
ইতিমধ্যে অসুর নাশিনী মহামায়া শ্রী শ্রী বাসন্তী দেবীর আগমনকে সামনে রেখে শ্রী শ্রী আনন্দময়ী মন্দিরের আয়োজক কমিটির পক্ষ থেকে টানা পূজার পাঁচ দিনই বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
সব মিলিয়ে গোটা ব্রাহ্মণবাড়িয়ার হিন্দু ধর্মাবলম্বী মানুষের মাঝে এ দ্বিতীয় বৃহত্তম উৎসবকে ঘিরে বসন্তের হিমেল হাওয়া বইতে শুরু করেছে।