সানি লিওনের চাহিদা এখন তুঙ্গে!
বিনোদন জগতে রোজ রোজ যেন সানির দিন৷ তা তাঁর সিনেমার বক্স অফিস রিপোর্ট হোক বা ভারতীয় বর খোঁজার প্ল্যানি৷ সানির খবর মানেই উত্তেজনা তুঙ্গে৷ তবে শুধু উত্তেজনা নয়, সঙ্গে ভারতীয় ছবিতে দিন দিন চাহিদাও বেড়ে চলছে সানি লিয়নের৷
নতুন খবরটা হল, জাতীয় পুরস্কার বিজয়ী মারাঠি ছবির পরিচালক সুজয় দাহাকের নতুন মারাঠি ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে সানিকে৷ ছবির নাম ‘ভালগার অ্যাক্টিভিটিস ইনকর্প’৷ এক যৌনকর্মীর জীবনি নিয়েই তৈরি হতে চলেছে মারাঠি এই ছবি৷
তবে জানা গিয়েছে, সানির অন্যান্য ছবির মতো এই ছবি যৌনতা নির্ভর একেবারেই নয়৷ যেখানে হিন্দি শিখছেন সানি, সেখানে মারাঠি ছবিতে মারাঠি বলবেন কি করে?
জানা গিয়েছে, ছবিতে সানিকে দেখা যাবে এক বিদেশি মেয়ের চরিত্রে৷ আপাতত, পরিচালক সুজয় ব্যস্ত আছেন ছবি ‘অজোবা’র শ্যুটিয়ে৷ এই ছবিতে অভিনয় করছেন উর্মিলা মাতন্ডকর৷ ‘অজোবা’র শ্যুটিং শেষ করেই পরিচালক হাত দেবেন সানির ছবিতে৷