ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, আটক ১
বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁসের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া শহর এলাকা থেকে বাংলা প্রথম পত্র প্রশ্নের ফটোকপিসহ শওকত (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গোয়েন্দা সংস্থার দেয়া গোপন তথ্যের ভিত্তিতে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিকল্প কম্পিউটার নামক একটি দোকানে ফটোকপি করার সময় তাকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানিয়েছেন, আটক শওকতের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।