যশোরে স্টাফ বাস থেকে নামিয়ে দুই কিশোরীকে গণধর্ষণ
যশোরে স্টাফ বাস থেকে নামিয়ে দুই কিশোরী শ্রমিককে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার মণিরামপুর উপজেলার কাশীপুর মান্দারতলা এলাকায় আকিজ জুট মিলের স্টাফ বাস থেকে নামিয়ে দুর্বৃত্তরা তাদের গণধর্ষণ করে।
পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- হাফিজুর রহমান (২৮), জাহাঙ্গীর হোসেন (২৬) ও রিপন হোসেন (২৫)।
স্থানীয়রা জানায়, রোববার রাতে কাজ শেষে আকিজ জুট মিলের ওই দুই কিশোরী শ্রমিক মিলের স্টাফ বাসে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাত আড়াইটার দিকে বাসটি মণিরামপুরের কাশীপুর মান্দারতলা এলাকায় পৌঁছালে ১০/১২ জন দুর্বৃত্ত বাসটির গহতিরোধ করে। পরে তারা বাস থেকে ঐ দুই কিশোরীকে নামিয়ে পাশের বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রেখে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।