বৃটেনে সাংবাদিকতায় বাংলাদেশী নারীর পুরস্কার লাভ
বৃটেনে বিভিন্ন পেশার মাধ্যমে যারা সমাজসেবামূলক কাজ করেন তাদেরকে উৎসাহিত করতে সিভিক অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। টাওয়ার হ্যামলেটস বারাও সিভিক অ্যাওয়ার্ড প্রদান করে। টাওয়ার হ্যামলেটস বারা এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সিভিক অ্যাওয়ার্ড প্রদান করেছে। এ বার অন্যান্যের মধ্যে বাংলাদেশী নারী সাংবাদিক শাহ এমি হোসেন বৃটেনে বাংলা সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন।
২০ মার্চ টাওয়ার হ্যামলেট বারার ব্রমলি পাবলিক টাউন হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এ সিভিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলার স্পিকার লেসলি পাভিট ও কমান্ডার জন লাড গেট যৌথভাবে শাহ এমি হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন।
নারী সাংবাদিক শাহ এমি হোসেন টাওয়ার হ্যামলেটস বারায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি চ্যানেল আই ইউরোপের প্রধান প্রতিবেদক।