শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘রাণীখার মাদ্রাসাকে ফাজিল পর্যায়ে রূপান্তরের কার্যক্রম চলছে’-এমদাদুল বারী

আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রসাকে ফাজিল পর্যায়ে রূপান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারী। 


তিনি গতকাল রোববার ওই মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা ইয়াকুব আলী ও সহকারি শিক্ষক মো. নবী হোসেনের বিদায় এবং ২০১৪ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 


রোববার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা শেখ তাজুল ইসলাম। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শ্রেণীর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 


মাদ্রাসার শিক্ষক শেখ আব্দুর রহমান মিলনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্বারী সৈয়দ আবুল কাশেম নূরী, বিদায়ী শিক্ষক সহকারি অধ্যাপক মাওলানা ইয়াকুব ও মো. নবী হোসেন, প্রভাষক কবির হোসেন ও দেলোয়ার হোসেন।


অনুষ্ঠানে বিদায়ী দুই শিক্ষককে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট, মানপত্র ও উপহার সামগ্রী দেওয়া হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদেরকেও শিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়। 


এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শেখ কুতুবুর রহমান, আবু তালেব, শামসুদ্দিন মোল্লা, মাওলানা গিয়াস উদ্দিন খান, রুহুল আমিন, আক্কাস আলী, মনির হোসেন, মো. ছানাউল্লাহ, মাহাবুব হাসান, ফয়েজুল ইসলাম, মাওলানা ইসমাইল, আমানুল্লাহ ভূঁইয়া প্রমুখ। 


মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমসেদ মেম্বার, আবু সায়েদ ভূঁইয়া, শেখ ফুল মিয়া, সৈয়দ হিরণ মিয়া, সৈয়দ আতাউর রহমান (দানা)।

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ