মিসরে সিসি বিরোধী বিক্ষোভেনারী সাংবাদিকসহ নিহত ৫
মিসরের সদ্য পদত্যাগ করা সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল সিসির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণায় কায়রোসহ বেশ কয়েকটি শহরে শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারী সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছে। মায়াদা আশ্রাফ নামের ২৩ বছর বয়সী ঐ নারী সাংবাদিক মিসরের বেসরকারি দৈনিক পত্রিকা 'আল দস্তুর'-এ কাজ করতেন। কায়রোর শহরতলি আইন শামস এলাকায় সংঘর্ষের মধ্যে খবর সংগ্রহ করতে গেলে তার মাথায় গুলি লাগায় তিনি মারা যান। ঐ সংঘর্ষে আরো তিনজন মারা গেছে।
সিসির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ায় জুমার নামাজের পর কায়রো আলেকজান্দ্রিয়া, দামিয়েত্তা, আইন শামস ও মাতারেয়ায় বিক্ষোভ করে মুরসি সমর্থকরা। অন্যদিকে সিসিকে অভিনন্দন জানিয়ে সমর্থকরা আলেকজান্দ্রিয়ায় মিছিল করে। কায়রো স্কোয়ারে আবদেল ফাত্তাহ আল সিসির ছবিসম্বলিত ব্যানার ও মিসরের পতাকা নিয়ে মিছিল করেছে সমর্থকরা। সিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণার মধ্যদিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। মিসরের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, কায়রোতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। বিক্ষোভকারীদের একটি বড় অংশই ছিল ক্ষমতচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক। কায়রো ছাড়াও আলেকজান্দ্রিয়া, দামিয়েত্তাতে সংঘর্ষের ঘটনা ঘটে।